কোস্ট গার্ডের অভিযানে ১৫ লক্ষ ১৪ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ১৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টা বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন রামগতি কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা এর নের্তৃত্বে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন মেঘনা নদীর জারিরদন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১৫ টি কাঠের নৌকা তল্লাশী করতঃ ১৫ লাখ ১৪ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য টাকা ৫ কোটি ২৯ লাখ ৯০ হাজার। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এর উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *