জুলাই আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপি নেতাকর্মী : আবুল খায়ের ভূঁইয়া

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার (৫আগষ্ট) বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এর আগে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে সদর উপজেলা পশ্চিম (বিএনপি) আয়োজনে দালাল বাজারে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত ১৭বছর যাবত বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন হয়েছে, অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায়নি। যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করেছে। ২৪শের জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে। আর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা, এদেশের সাধারন মেহনতী মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন – সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, যুগ্ম আহবায়ক এড. জহিরুল আলম, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোছাইন, যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন, এমএ মমিন, জাকির হোসেন, আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আবদুল মজিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *