
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে অনুষ্ঠিত শিল্প ও বানিজ্য মেলায় লটারির নামে জুয়া ব্যাবসা বন্ধের দাবিতে সাধারণ মুসল্লীদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ সামনে থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় বিলাস মোড়ে এ পথসভায় মিলিত হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জাতীয় ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আখতারুজ্জামান রাহাত, চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সম্পাদক মইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিরুজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমাদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ইমরান গাজী প্রমুখ।
সমাবেশে জাতীয় ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসেন বক্তব্যে বলেন, বাণিজ্যমেলায় লটারি বিক্রির মাধ্যমে জুয়ার যে আয়োজন করা হয়েছে তা বন্ধ করতে হবে। নিম্ম আয়ের মানুষের কষ্টর্জিত টাকা এ জুয়ার মাধ্যমে এভাবে যাতে নষ্ট না হয়। তা বন্দের দাবিতে ডিসি মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত সহযোগিতা কামনা করছেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিরুজ্জামান শেখ রুবেল, শিল্প ও বানিজ্য মেলায় লটারির নামে জুয়া ব্যাবসা তাতে রিক্সা অটো ড্রাইভার দিনমজুর শ্রমিক তাদের গায়ের ঘাম পায়ে ফেলে কষ্টর্জিত টাকা লটারির জুয়ায় দিয়ে সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে। যা বিগত বছরগুলিতে আমরা দেখতে পেয়েছি। সুতরং নিম্ম আয়ের মানুষের কষ্টর্জিত টাকা এবং অনুন্নত পিরোজপুরের মানুষের কষ্টের টাকা এ জুয়ার মাধ্যমে এভাবে যাতে নষ্ট না।
চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সম্পাদক মইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর শিল্প ও বানিজ্য মেলায় লটারীর নামে চলা জুয়া অবিলম্বে বন্ধ করতে হবে, যেখানেই মাইকিং করে কুপন বিক্রি সেখানেই তৌহিদী জনতা তা প্রতিহত করবে।
বদিরুজ্জামান শেখ রুবেল বলেন, এখানে অধিকাংশ মানুষ দরিদ্র, দিনমজুর লটারিতে বেশি টাকা পাওয়ার আশায় তারা সারাদিনের কর্ম করে যে টাকা রোজগার করে বাজার ঘাট না করে কুপন কিনে এবং পরবর্তীতে হেরে চুরি ছিনতাই খারাপ কাজে লিপ্ত হয়। এসময় বক্তারা বাণিজ্য মেলার লটারির টিকিট বিক্রির নামে জুয়াবন্ধের দাবি জানান। অবলম্বে বাণিজ্য মেলার লটারির নামে জুয়া বন্ধ করা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তৌহিদী জনাতা। বিক্ষোভ মিছিল ও পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।