
রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর: “সবুজ দেশ গড়ি, পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বনপাড়া পৌর শহরের বনপাড়া অনার্স কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মজুমদার, সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান মেমন, বনপাড়া অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন অভি, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শিশির, বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নবীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বড়াইগ্রামেও ছাত্রদলের নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেছেন।
বক্তারা আরও জানান, পরিবেশ দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছেন।