
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের মধ্যে পাঠদানে আগ্রহ সৃষ্টি, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার মান উন্নয়নের মূল চাবিকাঠি। প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, “পিইডিপি-৪ কর্মসূচির আওতায় বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পাঠদান পদ্ধতি চালু এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মানে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।”
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
তিনি বলেন, “জেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।”
সভায় বক্তারা জেলার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভাটি একটি আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়।