ভলান্টিয়ার ফর বাংলাদেশের ১৪ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার লক্ষ্মীপুর জেলা টিম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া ও শিমুল গাছ রোপণ করা হয়, যা পরিবেশ রক্ষায় সংগঠনের অঙ্গীকারের প্রতিফলন। জেলা টিমের সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং সচেতনতার বার্তা বহনকারী এক সুন্দর উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *