হাকিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের হাতে ৭ জন গ্রেফতার

  • কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে হিলি বিরামপুর সড়কে সংঘবদ্ধ ভাবে ডাকাতির প্রস্তুতি কালে ৭ জনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্য বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তর পার্শে আপ্তইর এলাকার হিলি-বিরামপুর সড়কের ব্রীজের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতি কালে ৭ জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। 

বিষয়টি আজ দুপুর দুইটার দিকে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর শহরের সিপি মুন্সীপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে গোলাপ ওরফে দুখু (২৯), একই এলাকার ভূট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্যে বাসুদেবপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), একই এলাকার ইসার উদ্দিনে ছেলে আলম (৩২), বাবু মিয়া (২৫), রহমত আলীর ছেলে জনি (২৮) ও ইদুল এর ছেলে বাপ্পি (২৮) কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞার পরামর্শে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সে সহ গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কের আপ্তইর এলাকায় ব্রীজের পশ্চিম পাশে মেহগনি গাছের নিচে ডাকাতির প্রস্তুতি কালে ৭ জন কে গ্রেফতার করে। দুই জন আসামী পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের হেফাজতে থাকা ১টি ছুরি, ০২টি হাসুয়া, ১টি লোহার চার সুতি রড, ১টি চাইনিজ কুড়াল, ৪ টুকরা নাইলনের হালকা নীল রংয়ের রশি,১টি লাল-সবুজ-কালো রংয়ের গামছা, ১টি সাদা-লাল-কালো রংয়ের পুরাতন গামছার টুকরা, ১টি লাল রংয়ের পুরাতন টি-শার্টের অংশ, ১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট, ০২টি কাটার, ও একটি ১টি বড় ত্রিপল জব্দ করা হয়। পরে আটক আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি অপরাধে মামলা দায়ের পূর্বক আজ বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ২২। 

মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সুজা মিয়া বলেন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৯ জনের নাম উল্লেখ সহ বেশ কিছু অজ্ঞাত নামা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *