
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ী এলাকার নাগরিকদের অংশগ্রহণে আজ শুক্রবার একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যেখানে মিয়ার বেড়ী এলাকাকে পূর্ণাঙ্গ ইউনিয়ন ঘোষণার দাবিতে স্থানীয় জনগণ একত্রিত হন।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় সদর উপজেলার গুরুত্বপূর্ণ মিযার বেড়ী সড়কসংলগ্ন এলাকায়। যেখানে শতাধিক স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
স্থানীয়রা জানান, মিয়ার বেড়ী দীর্ঘদিন ধরে প্রশাসনিক অবহেলার শিকার হয়ে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পৃথক ইউনিয়নের দাবি জানিয়ে আসছেন। তারা মনে করেন, একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
মানববন্ধনে বক্তৃতা রাখেন – স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী এবং যুবসমাজের প্রতিনিধি। বক্তারা সরকারের কাছে দ্রুত এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন – বিশিষ্ট ব্যবসায়ীক মিয়ার বেড়ী এলাকার ডা. এ. জেড. মানিক, লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী ছাত্র সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন, ইউনিয়ন বাস্তবায়ন কমিটি আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর আহ্বায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ক্বারী আবুল কাশেম মিজামী, মো. শাহীন আলম, মো. জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আগামীতে দাবি আদায়ের জন্য আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণা করার ইঙ্গিত দেন আয়োজকেরা।