চাঁদপুরে জাটকা সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ, দু’জনকে অর্থদণ্ড

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহাদুরপুর, দশানী ও বোরচর এলাকায় গত সোমবার (২৮ এপ্রিল) সকালে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি নৌকা জব্দ করা হয়। 

এছাড়াও ঘটনাস্থল হতে দুইজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জালসমূহ আগুন দিয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে রাখা হয় ৷

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। 

এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম মিয়াজি এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল উপস্থিত ছিলেন। 

আটককৃত আসামিগণ হচ্ছেন বাহাদুরপুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে রহমান মিজি, সিকিরচর গ্রামের মৃত জাবেদ বেপারীর ছেলে মো. সোহেল ।

পরবর্তী পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে উক্ত দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।

মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *