রোববার থেকে কার্যকর আমিরাতের নতুন ভিসা নীতি

  • মোহাম্মদ আরমান চৌধুরী, ইউ এ ই প্রতিনিধি :

আজ থেকে কার্যকর আমিরাতের নতুন ভিসা নীতি

সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক ভিসা পেতে আবেদনের সঙ্গে ভালো আচরণের সনদপত্র  জমা দেয়ার নতুন বিধান আজ রোববার থেকে কার্যকর হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দেশটির উচ্চ-পর্যায়ের একটি প্যানেল কমিটি ওয়ার্ক ভিসার জন্য নতুন এই বিধিমালা কার্যকরের ঘোষণা দেয়।

উচ্চ পর্যায়ের ওই প্যানেলের সিদ্ধান্ত গত সোমবার অনুমোদন পায়।

সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য যারা আবেদন করবেন, তারা অবশ্যই ‘ভালো আচরণের সনদপত্র’ সংগ্রহের পর জমা দেবেন। নিজ দেশ থেকে বা সর্বশেষ যে দেশে পাঁচ বছর কাটিয়েছেন সে দেশের কর্তৃপক্ষের কাছ থেকে ‘ভালো আচরণের সনদপত্র’ সংগ্রহ করতে হবে।

পরে তা ভিসার আবেদনের সঙ্গে বিদেশে থাকা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন বা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে।

 নিরাপদ সমাজব্যবস্থা তৈরির উদ্দেশ্যে নতুন এই বিধান। তবে যারা টুরিস্ট ভিসা নিয়ে দেশটিতে যাবেন তাদের জন্য নতুন এই বিধান প্রযোজ্য নয়। এমনকি যারা দেশের মধ্যে চাকরি বদল করবেন তাদেরও এই সনদ দিতে হবে না বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *