রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগে রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ পেয়েছে দুদক।

ওই অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন ও অভিযোগের বিষয়ে বর্তমান সাব-রেজিস্ট্রারের বক্তব্য রেকর্ড করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

সহকারী পরিচালক আজগর হোসেন বলেন,  ‘সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রিকালে সরকার নির্ধারিত ফি থেকে বেশি অর্থ আদায়ের একটি অভিযোগ পেয়ে আজকে অভিযান চালিয়েছি,  অভিযানকালে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছি। অভিযানে প্রথমিক  প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে কোনো ধরনের অনিয়ম পাইনি।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক তাফসির বিল্লাহ, এস আই এমদাদুল হোক সহ গণমাধ্যম কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *