সংযুক্ত আরব আমিরাতে গতকাল থেকে বাংলাদেশের সাথে মিলে রেখে এস এস সি পরীক্ষা শুরু হয়েছে

  • মোহাম্মদ আরমান চৌধুরী, ইউ এ ই

দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) স্হানীয সময় সকাল আটটা হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। 

আবুধাবির শেখ খলীফা বিন জায়েদ স্কুলে মোট  ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে।  যাতে ২৪ জন ছেলে এবং  ২৯ জন  মেয়ে। মোট পরীক্ষার্থীর  ৪৬ জন নিয়মিত  এবং ০৭ জন  অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আবুধাবিস্হ বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরন আকতার।।পরিদর্শকের দায়িত্ব ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব। 

অপর দিকে রাস আল খাইমা প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং  ব্যবসা বিভাগে ১২  জন। তাদের মধ্যে ছেলে১৬ জন  এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *