
সিরাজুল ইসলাম , জেলা প্র :
কোন ভাবেই যেন রোধ করা যাচ্ছে না চোরা শিকারী কর্তৃক সুন্দরবনে হরিণ নিধন এবং বিষ দিয়ে মাছ শিকার করা।
বেপরোয়া হয়ে উঠেছে বনাঞ্চল সংলগ্ন চোরা শিকারিরা। প্রতিনিয়ত হরিণ শিকারির তৎপরতা বেড়েই চলেছে। একের পর এক নিধন করা হচ্ছে বন্যপ্রাণী।
সুন্দরবন রক্ষা করতে বন বিভাগের টহল টিমের সাথে, বিশেষ টহল টিম স্মার্ট প্যাট্রল প্রতিনিয়ত দায়িত্ব পালন করলেও অদৃশ্য কারণে হরিণ শিকার কমছে না।
সম্প্রতি কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রাম থেকে ২ দিনের ব্যবধানে কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকা থেকে পৃথক অভিযানে ৭ কেজি হরিণের মাংসসহ রুহুল আমিন সানা নামে এক চোরা শিকারিকে আটক করেছে।
অভিযোগ আছে, কিছু অসাধু বন কর্মকর্তা চোরা শিকারীদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বনবিভাগের এসব কর্মকর্তাদের যোগসাজশে এই শিকারী চক্র হরিণের মাংস নিয়ে উপজেলার ৪ নম্বর কয়রা ও ৬ নম্বর কয়রা এলাকা দিয়ে লোকালয়ে প্রবেশ করে।
অনুসন্ধানে জানা গেছে,, বনাঞ্চল সংলগ্ন কয়রার জোড়শিং, খাসিটানা, আংটিহারা, গোলখালি, ঘড়িলাল, পাতাখালি, গাতিরঘেরি, কাটকাটা, পাথরখালি, ৬নং কয়রা, ৫নং কয়রা, ৪নং কয়রা, সুতি মঠবাড়ি, তেতুলতলাচর, শেখেরকোনা, খোড়লকাটি, কালিবাড়ি, মহেশ্বরীপুর, হড্ডা, গড়–ইখালি, দাকোপের বানিশান্তা, নলিয়ান, গুনারি, বাজুয়া, কালাবগি, সুতারখালি, শ্যামনগরের চাঁদনিমুখা, জেলেখালি, পারশেমারি, বুড়িগোয়ালিনী, চকবারা, মুন্সিগঞ্জ, হরিনগর, মংলার দ্বিগরাজ, জয়মনি, চাঁদপাই এলাকার শত শত জেলে বনে অবস্থান করে মাছ আহরণ ও হরিণ শিকার করছে।
সূত্র জানান, বর্তমানে বন বিভাগের পক্ষ থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সকল ধরনের পাস পারমিট বন্ধ রয়েছে। কিন্তু থেকে নেই অসাধু জেলেদের অশুভ তৎপরতা।
অসাধু জেলেরা রাতের অন্ধকারে কীটনাশকের দোকান থেকে কর্ড বিষ কিনে নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষালি, খালপাটা জাল ও ডিঙ্গি নৌকা নিয়ে গভীন বনে ঢুকে খাল ও ভারানিতে বিষ প্রয়োগ করে টন টন চিংড়ি মাছ শিকার করে ভোররাতে লোকালয়ে পৌঁছে স্থানীয় দেউলিয়া বাজার মাছের আড়ত, ফুলতলা মাছের আড়ত ও চাঁদালি মাছের আড়ত, পাইকগাছা,বাজুয়া ও চালনা মাছের আড়তে বেচাবিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে।
বিষ দিয়ে মাছ শিকারের পাশাপাশি একশ্রেণীর চোরা শিকারীচক্র ফাঁদ পেতে হরিণ শিকার চালিয়ে যাচ্ছে। জোড়শিং, আংটিহারা, ৪নং কয়রা, মহেশ্বরীপুর, গড়–ইখালি, দাকোপ এলাকায় প্রকাশ্যে ৪-৫শ টাকা কেজি দরে হরিণের মাংস বিক্রি হতে দেখা যায়।
মাঝে মধ্যে পুলিশ ও বন বিভাগের অভিযানে হরিণের মাংস ও বিষ দিয়ে শিকার করা মাছ আটক হচ্ছে। কিন্তু সেটা পরিমাণে অনেক কম। গত আড়াই মাসে পশ্চিম সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বনের ভেতরের নদী খালে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের দায়ে শতাধিক ডিঙ্গি নৌকা, ভেষালি জাল ও অন্যাব্য সরঞ্জাম আটক হয়।
অর্ধশত বন মামলায় ৩২ জন আসমী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি কোবাদক ফরেষ্ট ষ্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ এলাকা থেকে ২৪০ কেজি কাঁকড়া আটক করে নদীতে অবমুক্ত করেন।
স্থানীয়রা জানায়, আটক হওয়া সমুদয় কাঁকড়া ঘড়িলাল বাজরের কাঁকড়া ব্যবসায়ি বিপুল মন্ডলের। তিনি ভূয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে কাঁকড়া ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকার লোকজন জানায়। বজবজা, খাসিটানা বন ফাঁড়ির নিকটবর্তী জোড়শিং, পাতাখালি, খাসিটানা, আংটিহারা এলাকার বহু জেলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, হরিণ নিধন ও কাঁকড়া শিকারে বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে, পাচারকালে ১৮ আগস্ট রাত সাড়ে ৯ টার সময় উপজেলা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের বাসিন্দা রুহুল আমিন সানা (৩৮) কে ৪ কেজি হরিণের মাংসসহ আটক করে। এর আগের দিন ১৭ আগস্ট গভীর রাতে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেন কয়রা থানা পুলিশ। এছাড়া গত ৫ জুন সুন্দরবনে অভিযান চালিয়ে জবাইকৃত দুটি হরিণ, একটি নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন কয়রার হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ।
পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা সহকারী কোন সংরক্ষক মশিউর রহমান বলেন, চোরা শিকারি আমাদের টহল টিম দের পাহারা দেই। সুযোগ বুঝে তাদেরকে ফাঁকি দিয়ে এই চক্র হরিণ শিকার চালিয়ে যাচ্ছে। বন বিভাগের সদস্য কম থাকায় তারা সুযোগটা বেশি পাচ্ছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ।বলেন, কিছু অসাধু কারবারি হরিণ শিকার করে সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস করছে। সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষা করতে প্রতিনিয়ত কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। সম্প্রতি হরিণের মাংসসহ একজনকে আটক করে বন্য প্রাণি নিধন আইনে মামলা করা হয়েছে।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, অপরাধীদের রুখতে বন বিভাগ সদা তৎপর রয়েছে। কোন তথ্য পাওয়ামাত্রই সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।