
নিজস্ব প্রতিবেদক :
সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতির ইফতার মাহফিল মঙ্গলবার সড়ক বিভাগের অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ঠিকাদার সমিতির প্রেসিডেন্ট ইউনুস চৌধুরী হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো: মোসলেহ উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মেজবাহ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মো: আরেফিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন, মো: ইমরান, জাহেদুল আলম জাকু, আসিফুল হক জিকু, মো: আলভি, খলিলুর রহমান, ইকবাল হোসেন জিসান, আকিব নেওয়াজ,
মো: মহসিন, সালাহ উদ্দিন কাইছার লাবু, সৈয়দ আবুল বশর প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাকিম বলেন, আমরা ১৬ বছর এ জোনে কোন কাজ করতে পারিনি। তাই আমাদের কাজের অভিজ্ঞতা কম আছে, আমরা চাই ৫ কোটি টাকা পর্যন্ত কাজের মেট্রিক পদ্ধতি বাদ দিয়ে আমাদেরকাজ করার সুযোগ করে দিতে হবে।