চাঁদপুরে নৌ-অঞ্চলের অভিযানে ৫৪ বাল্কহেড জব্দ, আটক ৩০১

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

নৌপথে চাঁদপুর অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। 

গতকাল মঙ্গলবার চাঁদপুর আঞ্চলিক নৌ পুলিশ এ অভিযানের ১৭দিনের (১ মার্চ-১৭ মার্চ) তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুর আঞ্চলিক নৌ পুলিশের অভিযানে ৫৪টি বাল্কহেড, ২টি ট্রলার, ১০২টি নৌকাসহ ৩০১ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর আঞ্চলিক নৌ পুলিশ সূত্র, ৬৫ দিনের অভিযানে ১৭ দিনে জব্দ করা হয়েছে – ৩ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ৬৫০ মিটার জাল, ১৮ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৭৫০ বর্গমিটার জাল, আনুমানিক জালের মূল্য ১১৩ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৯০০ টাকা, মাছ জব্দ করা হয়েছে ৮ হাজার ৩২ কেজি, মাছের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

এ ছাড়াও নৌযানে জব্দ করা হয়েছে – ১০২টি নৌকা, ৩টি ট্রলার, ৫৪টি বাল্কহেড।

নৌ পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে – ১টি পিকআপ, ৫০কেজি পলিথিন, ৩০টি দেশীয় রামদা, নগদ ৪ হাজার টাকা, ২টি কাঁচি, ২টি সিএনজি, ১টি মোবাইল, ২টি চেন, ৫টি বাঁশের লাঠি, ৪টি বাঁশের খুঁটি, ১০টি ইটের টুকরো, ২৭০টি বানা ঝোপ, ২ হাজার ৯১৬টি বাঁশ, ১টি লঞ্চ, ৩০০ জন ভিকটিমসহ ২টি মৃতদেহ।

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ প্রজাতির বেড়ে ওঠা নিশ্চিত করতে নদীর ৩২০ কিলোমিটার এলাকাকে অভয়স্থল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোলার ইলিশা থেকে সাগর মোহনার চর-পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের হিজলা পর্যন্ত ৩০ কিলোমিটার, লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে অভয়স্থল ঘোষণা করা হয়েছে। এই অভয়স্থলে ইলিশ মাছের সর্বাধিক বিচরণ রয়েছে। এসব এলাকায় মাছ ধরা, সংরক্ষণ, বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেলায় পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলের সংখ্যা প্রায় ৫২ হাজার। সরকারি তালিকায় নিবন্ধিত জেলে ৪৩ হাজার ৪’শ ৭২ জন। চারটি উপজেলায় মোট ২৮ হাজার ৩’শ ৪৪ জেলে পরিবারের জন্য ২ হাজার ২’শ ৬৭ মেট্রিক টন জেলে ভিজিএফের চাল বরাদ্দ আসে। এ নিষেধাজ্ঞার সময় থেকে চার মাস প্রতি জেলে ভিজিএফের চাল পাবে ১৬০ কেজি। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষিত করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, চাঁদপুর জেলার ৮ উপজেলা রয়েছে তার মধ্যে ৪টি উপজেলায় জেলে চাল দেওয়া হয়েছে। তার মধ্যে চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলার মোট কার্ডধারী জেলে সংখ্যা ৪০ হাজার ৫ জন। এর মধ্যে চাঁদপুর সদর ১৮ হাজার ৩৯৪ জন, হাইমচর ৯ হাজার ৩১৫ জন, মতলব উত্তর ৭ হাজার ৪৬৫ জন, মতলব দক্ষিণ ৪ হাজার ৮৩১ জন। জেলে চাল (ভিজিএফ) পাবে ৪০ হাজার ৫ জন। চাল বরাদ্দ ৩২০০.৪০ মেট্রিক টন। সরকারি নিষিদ্ধকালীন সময় নদীতে ইলিশ ও ঝাটকা আহরণ বন্ধ রাখায় প্রতি মাসে ৪০ কেজি করে ফেব্রুয়ারি ও মার্চ -এ দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দিচ্ছে সরকার।

শরীয়ত জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসান জানান, শরীয়তপুর জেলার ৬ উপজেলা রয়েছে তার মধ্যে ৪টি উপজেলায় জেলে চাল দেওয়া হয়েছে। তার মধ্যে শরীয়তপুরে নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার মোট কার্ডধারী জেলে সংখ্যা ২৫ হাজার ৮২৬জন। এর মধ্যে শরীয়তপুর নড়িয়া ৩ হাজার ৯৯৩জন, জাজিরা ২ হাজার ৪৩জন, ভেদরগঞ্জ ১৩ হাজার ৪০১জন, গোসাইরহাট ৫ হাজার ৮৮৯জন। জেলে চাল (ভিজিএফ) পাবে ১৫ হাজার ৪৬৫জন। চাল বরাদ্দ ১২৩৭.২০ মেট্রিক টন। সরকারি নিষিদ্ধকালীন সময় নদীতে ইলিশ ও ঝাটকা আহরণ বন্ধ রাখায় প্রতি মাসে ৪০ কেজি করে ফেব্রুয়ারি ও মার্চ -এ দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দিচ্ছে সরকার। ১৫ মার্চ ছিল চাল বিতরণের শেষ দিন।

মার্চ ও এপ্রিল—এই দুই মাস দেশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা বাবদ চার মাসের জন্য পরিবারপ্রতি ১৬০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। ২০ জেলার তিন লাখ ৬১ হাজার ৭১টি জেলে পরিবারের ফেব্রুয়ারি মাস থেকে এই চাল পাওয়ার কথা, কিন্তু সেই চাল এখনো পৌঁছেনি সব জেলের ঘরে। এতে কষ্টের জীবন যাপন করছেন তাঁরা।

নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, বিশেষ অভিযানের ফলে ইলিশ রক্ষা কার্যক্রম আরও জোরদার হবে। চাঁদপুর আঞ্চলিক নৌ পুলিশ জনগণের সহযোগিতায় মৎস্য সম্পদ সংরক্ষণে সব সময় তৎপর থাকবে।

তিনি আরও বলেন, আইন অমান্য করে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় বাল্কহেড চলছিল। তা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৪ বাল্কহেড ও ৩০১ জনকে আটক করা হয়। এছাড়াও অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধনের অপরাধে ১০২ নৌকা আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *