
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবারের দুটি বসত ঘর ও দুটি রান্না ঘর পুড়ে গেছে। আগুনে রনি আচার্য নামে এক প্রতিবন্ধী যুবক দগ্ধ হয়েছে। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
গতকাল সোমবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পূর্ব কল্যাণপুর জনতা কলেজ সংলগ্ন ঠাকুর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ওই বাড়ির দ্রিজেন্দনাল আচার্যের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পার্শ্ববর্তী দুলাল আচার্য, পুরবী রানী পাল, সুরেশ চন্দ্র পালের ঘর পুড়ে যায়। এ সময় দুলাল আচার্যের ঘরে থাকা প্রতিবন্ধী ছেলে রনি আচার্য বের করতে দেরি হওয়া সে অগ্নিদগ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠায়।
লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, দেড়ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে।