
- মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
এছাড়াও সম্মেলনে মোঃ কামাল হোসেন মিজি পূণরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ইউনিয়নের মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন।
ইউনিয়ন বিএনপির স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হযরত আলী, আক্তার হোসেন সাগর, জাকির হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, বাকের খন্দকার প্রমূখ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং শাহমাহমুদপুর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম।