
- টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত এসেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
বিজিবির অধিনায়ক বলেন, “নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।”
এর আগে ফেরত আসা জেলেরা মার্চ ও ফেব্রুয়ারিতে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্য অধিকাংশ বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
ফেরত আসা জেলে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. আজিজ বলেন, ‘মিয়ানমার আরকান আর্মি আমাদের সীমান্তকে তাদের সীমনা বলে আমাদের ধরে নিয়ে যাই। মূলত তারা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। কারন আমাদের ধরে নিয়ে এ বার্তাটা যেন বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারে। পাশাপাশি জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমার বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ’বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।