
- লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুর জেলায় জমি সংক্রান্ত বিরোধ সমাধানের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে অহিদুল আলম (৬৫) নামে এক বৃদ্ধকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রহমত উল্লাহ।
গতকাল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে জানান আহত বৃদ্ধ।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের সমিতির বাজার এলাকার শাহাবুদ্দিনের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত বৃদ্ধ অহিদুল আলম একই ইউনিয়নের ঘোড়ারবাগ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত রহমত উল্লাহ একই গ্রামের মৃত নুরুল হক মাস্টারের ছেলে।
আহত বৃদ্ধ ও স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অহিদুল আলমের ক্রয়কৃত ১৮ শতাংশ সম্পত্তি নিয়ে রহমত উল্লাহর সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল বিকেলে আলমের সাথে রহমতউল্লাহর কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রহমতউল্লাহ। পর রাত দশটার দিকে পুরো পরিকল্পিতভাবে জমির বিরোধ সমাধানের কথা বলে অহিদুল আলম কে বাড়ি থেকে ডেকে নেয়।
এ সময় গঠন স্থলে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে পূর্ব থেকে ওতপেতে থাকা রহমাত উল্লাহ ও তার লোকজন অহিদুল আলম এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ সময় অহিদুল আলম শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রহমত উল্লাহর লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অহিদুল আলম কে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনা ভিন্ন খাতে মোড় দিতে এখন নিজে হামলার হামলার শিকার বলে নাটক করছেন অভিযুক্ত রহমত উল্লাহ। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন আহত এবং তার স্বজনরা।
এই ঘটনায় একাধিকবার ফোন করেও অভিযুক্ত রহমত উল্লার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ বলেন, মারামারির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।