
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন (বি-২২২৩) লক্ষ্মীপুর জেলা সভাপতি।
সদর উপজেলার শাকচর ইউনিয়নের সাবেক মেম্বার জাকির হোসেন সবুজ (৫৩) আজ শুক্রবার সকাল ১১টা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে তিনি মস্তিষ্কের রক্ত ক্ষরণ জনিত কারণে উক্ত হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যু কালে তিনি এক ছেলে ও দুই মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কবির আহমেদ ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ্ পাটওয়ারী , জেলা সেক্রেটারী মাষ্টার মমিনুল হক, সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া সহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন এবং পরিবহন সেক্টরে তার অসামান্য ভূমিকার কথা উল্লেখ করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।
উল্লেখ্য মরহুমের জানাজার সময় পরে জানানো হবে।