সেমাই উৎপাদনে ক্ষতিকারক রং, ব্যবসায়ীকে জরিমানা ১ লাখ টাকা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় মেয়াদহীন সেমাই মজুদসহ ক্ষতিকারক রং ব্যবহার করে পণ্য উৎপাদনের দায়ে আব্দুল্লাহ বিস্কুট হাউজের মালিক বাবুল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা ও ক্ষতিকারক রং জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। 

গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদরের তেওয়ারীগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

এ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।

এছাড়া সদর উপজেলার জকসিন বাজার ও ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যর্থ হওয়া, ক্রয়কৃত পণ্যের মূল্য রসিদ সংরক্ষণ না করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রাতে জেলা প্রশাসক ও সদর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে অভিযানের তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। 

এছাড়াও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *