
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগরে তিনটি অবৈধ ইটভাটা মালিকের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১২ মার্চ) কমলনগর উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে সময় ভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের মেসার্স লতিফ ব্রিকস ও তোরাবগঞ্জ ইউনিয়নের মেসার্স পাখি ব্রিকস।
এর মধ্যে রহিমা ব্রিকস এর মালিক এ্যাডভোকেট বেলালকে ১ লাখ ৫০ হাজার টাকা, লতিফ ব্রিকস এর মালিক বাহার মোল্লাকে ১ লাখ ৫০ হাজার টাকা ও পাখি ব্রিকস মালিক আশরাফুজ্জান রাসেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন এবং সেনাবাহিনী ও থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান বলেন, তিন ইটভাটার জরিমানা করা হয়েছে। অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।