সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধ

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ফাহিম কায়সার, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাসরুবা ফেরদৌস,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) ইমরান হোসেন,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু ,জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডবলু,জেলা জামায়াতের আমির মোঃ শহীদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জজ কোটের পিপি এড শেখ আব্দুস সাত্তার,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, এলজিইডি নিবার্হী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ফরিদা আখতার বিউটি, মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, প্রমূখ। এছাড়া সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *