
- মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ও পরকোট ইউনিয়নে “মানবতার তরে” সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে ১১ মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটায় ভাটিয়াল পুরে সংগঠনের প্রধান কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার সংগঠনের সাধারণ সম্পাদ জসীম উদ্দীন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্নান সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক মোঃ খোকন পাটোয়ারী । এই সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এর বাবা। রুবেল, কামাল হোসেন, দিদার, মনির, মাসুদ, সবুজ, মোতালেব, রাব্বি, মানিক, দেলোয়ার হোসেন, ফরহাদ,মোতালেব,মনির,রুবেল।আকরাম।কামাল হোসেন জুয়েল। লাভিন।সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মানবতার তরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজু তার বক্তব্য বলেন মানবতার তরে সংগঠন একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।