
সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নে ৯৭কোটি টাকা ব্যয় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাদ সংস্কারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করতে পারায় বেকায়দায় পড়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠান,, প্রাপ্ত তথ্য জানা যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯ নম্বর বুড়ি গোয়ালিনী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন কবলিত ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে জাপান সরকার ৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে,, যার মধ্যে রয়েছে ব্লক নির্মাণ মাটির কাজ জিও ব্যাগ ডাম্পিং এই কাজ আর রাদ ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৩ ২৪ অর্থবছরে কাজ শেষ করার নির্দেশনা ছিল কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জানা গেছে যথাসময়ে কাঁচামাল সংগ্রহ করতে না পারায় এবং স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কোন সহযোগিতা না পাওয়ায় কাজ শেষ করতে বিলম্ব হওয়ার মূল কারণ,, ২৩ ২৪ অর্থবছরে কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান মন্ত্রণালয় থেকে এক বছর মেয়াদ বাড়িয়ে ২৪-২৫ অর্থবছরে কাজ শেষ করার সময় নিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আর রাদ এর সাথে কথা বলে জানা যায় বর্তমান তাদের সাইডে সকল মালামাল পৌঁছে গেছেন তারা সরকারের দেওয়া নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করবেন কিন্তু তারা অভিযোগ করে বলেন স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম এবং তার ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য তাদের ইউনিয়নের কাজের কোন সহযোগিতা না করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে নিয়মিত মোটা অংকের দাদা দাবি করছে,, ঠিকাদারী প্রতিষ্ঠান আর রাদ এর পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় চেয়ারম্যান কে চাঁদা না দেওয়াই তিনি উদোর বোঝা বুদর ঘাড়ে চাপাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিয়ে নিজে সাথে নিয়ে মানববন্ধন সংবাদ সম্মেলন সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিচ্ছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে জাপান সরকারের অর্থহেনের টাকা বা কাজ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই কারণ প্রতিটি প্যাকেজে জিও বস্তা ডাম্পিং করার সময় মন্ত্রণালয়ের ট্যাক্স ফোর্স উপস্থিত থেকে বস্তার ওজন বস্তার গুণগতমান সবকিছু পর্যালোচনা করে নিজেরা গুনে গুনে বস্তা ডাম্পিং করায়,। মাটির কাজের ক্ষেত্রে প্রত্যেকটি স্পটে জাপান সরকারের প্রতিনিধি এবং পানি মন্ত্রণালয়ের উদ্যতম কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করেন,, বলাক তৈরিতে সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন আহমেদের প্রতিনিধি এবং ট্যাগ ফোর্স এর প্রতিনিধিরা সব সময় সাথে থেকে কোন কাঁচামাল কম দেওয়া হচ্ছে কিনা তা দেখভাল করছেন এখানে প্রকল্পের সরকারি সংশ্লিষ্ট কোন কর্মকর্তার বাইরে একঝুড়ি মাটি ও ফেলা যায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়া নজরদারিতে রেখেছে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতির কোন সুযোগ নেই,, ঠিকাদারী প্রতিষ্ঠান আরও বলেন আমাদের এখনো ৩০ শে জুন পর্যন্ত কাজ শেষ করার সময় রয়েছে আমরা যথা টাইমে কাজ শেষ করব এখানে স্থানীয় চেয়ারম্যান বললে কাজ থামবে না আবার স্থানীয় চেয়ারম্যান বললে কাজ চলবে না কাজ কাজের গতিতে চলবে এবং নির্ধারিত মেয়াদে কাজ শেষ হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান আরো জানান স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদের কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে চাদার টাকা না দেওয়ায় উনি পাগল হয়ে উদর বোঝা বুধর ঘাড়ে চাপাতে ওনার কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় লোকদের খেপিয়ে দিয়ে মানববন্ধন সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়ে যাচ্ছে,, তারা আরো জানান এছাড়া এখানে কাজ করতে এসে বিন্দু পরিমান জনপ্রতিনিধি ও স্থানীয়দের কোন প্রকার সহযোগিতা পাননি মাটি কাটতে গেলে এক দল এসে বলে এখানে মাটি কাটা যাবে না আরেক দলের সে বলে এখানে মাটি কাটেন কে কি বলে দেখব,, বালি উত্তোলনের ক্ষেত্রে এখানে স্থানীয়ভাবে নদী থেকে বালি উত্তোলন করতে দেওয়া হয়নি সেজন্য শুধু বালি উত্তোলনের অনুমতি পাওয়ার জন্য ৭ মাস সময় কেটে গেছে তারপর বালি উত্তোলনের সুযোগ মেলে এরপর শুরু জিও বস্তা ডাম্পিং এর কাজ কিন্তু মনে করলে বস্তা ডাম্পিং করা যায় না। ট্যাগ ফরসের একদল থাকেন বস্তা ভরাট দেখতে আরেক দল আসেন বস্তা গুনতে গুনার আগে ট্যাক্স ফোর্সের ওই প্রতিনিধি দলের জন্য আবার বসে থাকতে হয় ওনারা তারিখ নির্ধারণ করলে সেই তারিখে বস্তা ড্যাম্পিং করতে হয় ,, মাটির কাজের ক্ষেত্রেও একই সমস্যা। টেক্সফোর্সের প্রতিনিধিরা যখন আসবে তখন এই মাটির কাজ করতে হবে তখন আবার মাটিয়ানা টলার পাওয়া যায় না আবার ট্রলার যখন পাওয়া যায় তখন আবার ট্যাক্স ফর্সের প্রতিনিধি থাকে না । এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির অন্যতম সদস্য আব্দুল আউয়াল বলেন সাতক্ষীরা জেলায় বুড়ি গোয়ালিনী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের কাজ করতে যে ঠিকাদার যাক না কেন স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম কে চাঁদা দিতে হবে না দিতে পারলে নানান অজুহাত তুলে কাজ বন্ধ মানববন্ধন স্মারক লিপি প্রধান সহ বিভিন্ন কায়দায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের হয়রানি করে আসছে বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে অবহিত করছেন, এভাবে যদি বুড়ি গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেয় তাহলে বুড়িগালেন ইউনিয়নে পরবর্তীতে আর কোন ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডের কাজ করতে যাবে না,। তিনি আরো জানান বুড়ি গোয়ালিনী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের জরুরী কোন মেরামতের কাজ হলেও স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করে চাঁদা না দিয়ে কাজ শুরু করতে দেওয়া হয় না। এদিকে বুড়িগালেনি ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক একদল ইউপি সদস্যরা এই প্রতিপাদককে জানিয়েছেন বর্তমান মৌসুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ইউনিয়ন পরিষদের ট্যাক্স এর টাকা টিআর কাবিখা কাবিটার টাকা ভূমি উন্নয়ন করের টাকা সহ বিভিন্ন খাতের টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে উত্তোলন করে নিয়েছে আবার কোন কোন প্রকল্পের টাকা উত্তোলন চলমান রয়েছে আবার কোন কোন প্রকল্পের টাকা উত্তোলনের জন্য ফাইল প্রস্তুত করছে বিষয়টি সদস্যগণ ইউএনও শ্যামনগর মহোদয় কে দেখভাল করার জন্য সবিনা নিবেদন জানিয়েছেন,। এদিকে স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম প্রকাশ্য বলেন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান যে ঠিকাদার হোক না কেন আর যেই পানি উন্নয়ন বোর্ডের লোক হোক না কেন আমার সাথে সাক্ষাৎ করে আমাকে ম্যানেজ করে তারপরে কাজ করতে হবে,, জাপান সরকারের অর্থ আনে ৯৭ কোটি টাকা ব্যায় প্রকল্পের ঠিকাদার আর রাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে এই কাজে যতক্ষণ পর্যন্ত স্থানীয় চেয়ারম্যানের দাবীকৃত ১২ লক্ষ টাকা চাঁদা না দিব ততক্ষণ পর্যন্ত উনি বিভিন্ন প্রশাসন এবং স্থানীয় জনগণকে ভুল বুঝিয়ে নানান তাল ঝামেলা করতে থাকবে উনি যতই তাল ঝামেলা করুক না কেন আমাদের পক্ষ থেকে এক টাকাও ওনাকে দেওয়ার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে কথা হয় কাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের সাথে তিনি এই প্রতিপাদকে জানান কাজের সাইডে সব মালামাল পৌঁছে গেছেন নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে তিনি আরো বলেন আমরা চাই স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় জনগণের সহযোগিতা কারণ এর উপকার স্থানীয় জনগণই ভোগ করবে আমরা এসেছি সরকারের দায়িত্ব পালন করতে ঠিকমতো দায়িত্ব পালন করছি কিনা কাজটা ঠিক হচ্ছে কিনা সেটিও স্থানীয় চেয়ারম্যান ও জনগণের দেখার দায়িত্ব রয়েছে,, এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদের সাথে তিনি এই প্রতিবেদককে বলেন বুড়ি গোয়ালিনী ইউনিয়নের জাপান সরকারের দেওয়া ৯৭কোটি টাকার প্রকল্পটির মেয়াদ ২০২৪ ৩০ শে জুনে শেষ হয়েছে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে কাঁচামাল সংগ্রহ সহ নানান জটিলতার কারণে সময় মতো কাজ শেষ করতে না পারায় মন্ত্রণালয় থেকে ২০২৫ সালের ৩০ শে জুন পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে এটা আমাদের কোন হাত নয় মন্ত্রণালয় থেকে তারা সময় বাড়িয়েছে । সালাউদ্দিন আহমেদ আরো বলেন রাতদিন নিরলস ভাবে কাজ দেখভাল করার জন্য আমার উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামসহ আরো দুইজন উপসহকারী প্রকৌশলী। ও অন্যান্য কর্মকর্তারা সব সময় তাদের সাইডে নিয়োজিত রয়েছে কাজে এক টুকরো ফাকি দেওয়ার কোন সুযোগ নেই কারণ কাজটা বাংলাদেশ সরকারের টাকায় নয় এটি জাপান সরকারের টাকায় বাস্তবায়িত হচ্ছে সে কারণে জাপান সরকারের প্রতিনিধি বাংলাদেশ সরকারের প্রতিনিধি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সহ নানান উদ্যাতন মহল প্রতিনিয়ত ঘটনাস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতি কাজের গুণগতমান সব বিষয়ে দেখভাল করছেন,, এ ব্যাপারে মুঠোফোনে কথা হয় শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে তিনি বলেন ঠিকাদারদের কাছে টাকা চাওয়া কোন প্রশ্নই আসে না আমি চাই আমার ইউনিয়নে স্বচ্ছ কাজ এবং টাইম মত কাজ শেষ করা তাছাড়া আমার কোন চাহিদা নেই চাঁদা দাবির যে বিষয়টা উঠছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ঠিকাদারী প্রতিষ্ঠান সময় মত কাজ শেষ করুক আমি তাদেরকে স্থানীয় চেয়ারম্যান হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব কাদা ছোড়াছুড়ি না করে ঠিকাদারদের বলবো মানসম্মতভাবে যথাসময়ে কাজ শেষ করতে, ,
তিনি আরো বলেন স্থানীয় ইউপি সদস্য রা যে অভিযোগ করেছেন তা আদৌ সত্য নহে কারণ এডিবি টিআর কাবিখা কাবিতা ট্যাক্সের টাকা, ভূমি উন্নয়ন কর সহ কোন প্রকল্পের টাকা কাজ না করে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়নি বিষয়টি সন্দেহ হলে স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যগণ শ্যামনগর ইউএনও মহোদয় ও সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করুক ওনারা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখুক আসলে বিষয়টি সত্য না মিথ্যা।