মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব উরকিরচর গ্রামের  মরহুম আলহাজ্ব নজির আহমদ চৌধুরী প্রকাশ ডবল হাজীর বড় পুত্র বিশিষ্ট সমাজসেবক, মরহুম আলহাজ্ব আবু মোহাম্মদ চৌধুরীর ১ম পুত্র।

 বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী  সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ বিএম লাকি গ্যারেজ স্বত্বাধিকারী ও সাংবাদিক লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী বড়ভাই প্রাবাসী মোহাম্মদ লোকমান হাকিম চৌধুরী।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি  দীর্ঘ কয়েক বছর আরব আমিরাতে ব্যবসায় করেন।

তিনি ছয় ভাই, তিন বোনের মধ্যে সবার বড় ভাই।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সদালাপী ব্যক্তি, যিনি সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর চলে যাওয়া রাউজানের সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।

 মরহুমের নামাজে জানাজা আজ বুধবার রাত ১১ টায় রাউজান উপজেলার পূর্ব উরকিরচর লাল মিয়া চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *