দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। 

দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার (১২ মার্চ) রাত ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার উদ্যোগে শহীদ মাসরুর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে  আফনান চত্বরে শেষ হয়।

 ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক তামজিদ হোসাইন এর সঞ্চালনায়  বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা সভাপতি ইউনুসখান।  

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধর্ষণকান্ড নির্মূলে দাবি পেশ করেন। 

অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য- রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হুসাইন, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নুরুল আলম মুসা প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন – ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রশিক্ষণ সম্পাদক তরিকুল ইসলাম শিমুল, অর্থ ও কল্যাণ সম্পাদক জাফর আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *