প্রধান উপদেষ্টার মুখ্যসচিব ও জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ টোকিওতে জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন বিষয়ক ভাইস মিনিস্টার হিরোফুমি আমাকাওয়ার সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্ল্যাটফর্মের আওতায় গৃহীত প্রকল্প বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশের রেলওয়ে ও সড়ক খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এসময় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে উন্মুক্ত করার জন্য টার্মিনালের কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং এর প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে বলে জানানো হয়। মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া এক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে কমলাপুর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব, এমআরটি লাইন সিক্স ও ঢাকা আউটার রিং রোড – ২ ও ৩ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা কামনা করা হয়।

এ সময় জাপানের প্রকৌশল ও আবাসন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার ইওসুকে সুৎসুমি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, রেল সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান,পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মুহাম্মদ রফিকুল ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *