
আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের ইসলামপুর উপজেলার থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্বরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে প্রতিদিন শহরের এই মূল প্রবেশদ্বার দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ এবং যানবাহন চলাচল করে। ফলে প্রতিনিয়তই লেগে থাকে যানজট। লাগাতার যানজটে প্রতিনিয়তই বিপাকে পড়তে হয় পথচারীদের।
সোমবার (১০মার্চ) দুপুরে বটতলা চত্বরে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে ট্রাফিকের ভূমিকা পালন করছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবীর আহমেদ বিপুল মাস্টার। তিনি জানান শহরের যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে, পাশাপাশি স্থায়ীভাবে এই যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন করা অতি জরুরি।
বটতলা চত্বরে যানজট নিরসন কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের মনির খান লোহানী, শাকিল আহমেদ পাপন, সাদমান সাকিব রিফাত, মশিউর রহমান, বাবু, মাসুদুল হাসান জনি, আরিফুল ইসলাম, মতি, লেবু, আলআমিন, পিয়াস, প্রকাশ, শাহেন, তুষারসহ আরো অনেকে।