
- মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্য উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ৭নং দক্ষিণ দরবেশপুর ও ৮নং পশ্চিম শোশালিয়া ও বক্তারপুর ওয়ার্ডে, ৪নং ইছাপুর ইউনিয়নের ৮নং উত্তর শ্রীরামপুর ওয়ার্ডে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইছাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইউনিয়নে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার রফিকুল ইসলামসহ এসময় আরো উপস্থিত ছিলেন, ইছাপুর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসাইন তালুকদার, মুজাহিদ কমিটির ছদর সাইফুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন।
দরবেশপুর ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ, ইউনিয়ন সহ-সভাপতি ডা: আবুল হাসেম, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবরার জামিল ফাহিমসহ ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সৌজন্যে উপজেলায় মোট ৫০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।