নান্দাইলে  ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত 

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহের নান্দাইলে ।সোমবার  (১০ মার্চ) দুপুর ১২ টায় বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্টারের শিক্ষার্থী, পৌর ও কলেজ  শাখা ছাত্রদলের  আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের  সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট  প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় তারা মোংলায়  চার বছরের শিশুকে ধর্ষনের প্রচেষ্টার তিব্র নিন্দা ও প্রতিবাদ মিছিলে   তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ ‘ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন ।

এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই,এদেশের নারীরা যেন অবাদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে,নারীর নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব তাই অপরাধীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান,,আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই এই স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *