চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

  • মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ

 চাঁদপুরের ফরিদগঞ্জে  যৌথ বাহিনীর অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার  ৯ মার্চ  রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১০৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে ও বিভিন্ন মামলার ৪ জনকে গ্রেফতার করা হয়।

যানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বরত অফিসার সঙ্গীয় ফোর্স এবং ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম ও তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তীর দিকনির্দেশনায় এসআই মো. জাহাঙ্গীর আলম উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জানে আলম মুন্সি(৫০)কে গ্রেফতার করেন‌। একইসময় থানার বিভিন্ন ফোর্সসহ জি-আর মামলার আসামি মোঃ রুবেল মিজিকে উপজেলার চর রামপুর এলাকা থেকে এবং নিয়মিত মামলার আসামি মোঃ মোবারক হোসেন রতন (৩০), মোঃ আরিফ (৩৫), ইব্রাহীম খলিল প্রঃ খলিলুর রহমান(৩৪) কে চরমান্দারি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, চুরি- ডাকাতি, ছিনতাই রোধে চলমান অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা মাদক আইনে মামলা দায়ের এবং বিভিন্ন মামলার আরো ৪জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *