
সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি
ভেঙ্গেই চলেছে সীমান্ত নদী ইছামতি। রাক্ষসী ইছামতির করাল গ্রাসে উপজেলার কোমরপুর ও ভাতশালা গ্রাম হুমকির মুখে। হারিয়ে যাচ্ছে ভূ—খন্ড, পবির্তন হতে চলেছে মানচিত্র। ভাংগন কবলিত ইছামতির সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর চিত্র ক্ষয়িষ্ণ হয়ে বসতবাড়ী, ফসলি জমি জমা, স্থাপনা, সরকারি খাদ্য গুদাম হারিয়ে গেছে ইছামতির কবলে। বাংলাদেশ ভূ—খন্ড ভাংছে পক্ষান্তরে বিপরীত অংশ ভারতীয় ভূ—খন্ড সুসংহত হচ্ছে। সরেজমিন কোমরপুর ও ভাতশালা ভাংগন কবলিত এলাকা পরিদর্শনে দেখা গেছে কোমরপুর গ্রামের ইছামতি তীর বরাবর চলে যাওয়া ভেড়িবাঁধ অনেক আগেই নদীতে হারিয়ে গেছে। গ্রাম সংলগ্ন করা পাকা সড়কটির বৃহৎ অংশ অস্তিত্বহীন হয়ে পড়েছে। দুরবর্তী লম্বা রেখার সড়কটির মধ্য বরাবর হারিয়ে গেছে নদীতে। প্রতিদিনই সড়কটি ভাংছে তো ভাংছে। কোমরপুরে অবস্থিত সরকারি খাদ্য গুদামটি অনেক আগেই হারিয়ে গেছে। খাদ্য গুদামটির অবস্থান বর্তমানে ইতিহাসের অংশ। সরেজমিন পরিদর্শনে আরও দেখা গেছে ভাংগন কবলিত সড়কটি নির্মাণের কাজ চলছে অথচ মধ্যবর্তী অবস্থান সড়কের অস্তিত্ব নেই। স্থানীয় গ্রামবাসি মিজানুর রহমান, শাহিন ও বাচ্চু এ প্রতিনিধিকে জানান ভাংগন রোধ করাই আশু প্রয়োজন। ভাংগন কবলিত সড়ক নির্মাণ কয়দিনের মধ্যেই নদীতে হারিয়ে যাওয়ার আশঙ্কা বিদ্যমান বিধায় নদী ভাংগন রোধে কাজ জরুরী। তারা আরও জানান কোমরপুর ও ভাতশালা গ্রাম রক্ষায় মেগা প্রকল্প গ্রহণ সময়ের দাবী। প্রতিমুহূর্তে সীমান্তপারের গ্রাম দু’টির জনসাধারণ উদ্বেগ, উৎকণ্ঠায় দিন যাপন করছে। ভাতশালা গ্রামটিও হুমকির মুখে গ্রামটির উলেখযোগ্য বসতি ইছামতিতে হারিয়ে গেছে। দীর্ঘদিনের সড়কটি নদীতে অবস্থান নিয়েছে। বর্তমান শুষ্ক মৌসুমই নদী ভাংগন রোধে মেগা প্রকল্প গ্রহণের মাধ্যমে ভাতশালা, কোমরপুর গ্রাম রক্ষা করাই উপযুক্ত সময়। প্রতি বছরই নদী ভাংগনে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও তার পূর্ণতা আসে না। অনিয়ম, দুর্নীতি এবং অব্যস্থাপনার কারণে ভাংগন রোধ পরিপূর্ণতা আসে না। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে নদী কিনারে ঠেলা জাল দিয়ে মৎস্য শিকার করা হচ্ছে যা নদী ভাংগনকে ত্বরানীত করছে। নদী হতে বালু উত্তলোন বন্ধ থাকলেও এক শ্রেণির বালু ব্যবসায়ীরা ভাংগন কবলিত ভেড়িবাঁধে বালু উত্তোলন করে স্তুপকার করে ভাংগনকে এগিয়ে নিয়েছে। ভেড়িবাঁধ সংলগ্ন এলাকা দিয়ে ঠেলা জাল নেওয়ায় ভেড়ীবাঁধে আচড় এবং আঘাতে ভেড়িবাঁধ দুর্বল হচ্ছে এবং ভাংগনের সৃষ্টি হচ্ছে। শত শত শ্রমজীবী নারীপুরুষ মৎস্য আহরনে নিয়োজিত যা তাদের জীবন জীবিকা অর্জনে সহায়ক হচ্ছে। বিধায় নদীতে ঠেলা জাল বহনকারীদেরকে প্রনোদনা বা বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ইছামতি নদীতে ভাংগন হতে নিরাপদ করা যেতে পারে এমন মন্তব্য স্থানীয়দের। দেবহাটার কেবল ভাতশালা ও কোমরপুর গ্রাম নয় উপজেলা সদরের থানা ও বিওপি সংলগ্ন এলাকায় চর শ্রীপুর, সুশিলগাতী, বসন্তপুর, নাংলাসহ সীমান্ত পারের উলেখযোগ্য গ্রাম ভাংগনের মুখে। জাতীয়ভাবে আলোচিত, আলোকিত রুপসী দেবহাটা ম্যানগ্রোভ ও ভাংগনের মুখে ইতিমধ্যে আলোরদ্যুতি ছড়ানো পর্যটন কেন্দ্রটির উলেখযোগ্য অংশ ইছামতিতে হারিয়ে গেছে। ম্যানগ্রোভটি হুমকির মুখে। ইছামতির ভাংগনরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।ক্যাপশন: ভাংগন কবলিত কোমরপুরে গ্রাম, কোমরপুরের সড়কটির বৃহৎ অংশ হারিয়ে গেছে নদীতে।