
দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। রবিবার (০৯ মার্চ) দায়িত্ব গ্রহণের পর নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার স্বার্থে
তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে নতুন পুলিশ সুপার আগমন উপলক্ষে কক্সবাজার বিমান বন্দরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর অফিসার্স মেস-এ পৌঁছালে জেলা পুলিশ কক্সবাজারের পক্ষ থেকে পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে উপস্থিত অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ তাঁকে সাদর অভ্যর্থনা জানান।
এরপর দাপ্তরিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন ২৪তম বিসিএস(পুলিশ) ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কক্সবাজার, ঢাকা মেট্রোপলিটন, ভোলা, শরীয়তপুর, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুর, এসবি ও সর্বশেষ রাজশাহী মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন।