প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের চেক প্রদান

মাহবুবুল আলম, নিজস্ব প্রতিবেদক :

জামালপুরে প্রয়াত সাংবাদিক এএসএম জুলফিকুর রহমানের পরিবারকে জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের চেক হস্তান্তর ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ চেক হস্তান্তর ও শোক সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে চেক হস্তান্তর ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, ইত্তেফাকের শাহ জামাল, আজকের পত্রিকার ফারুক হোসেন ফিরোজ, যায়যায়দিনের বাদশা ভূইয়া, প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের ছেলে উমর ফারুক হিমেল ও আবু জাহিদ জাকারিয়া পার্থসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে অর্থিক সহায়তা প্রদান মহৎ দৃষ্টান্ত। এই সহায়তা একজন সাংবাদিকের মৃত্যুর পর তার পরিবারকে কিছুটা হলেও উপকার করবে। সাংবাদিক পরিবারের কল্যাণে এই তহবিলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিবর্গকে আর্থিক সহায়তা প্রদানেরও আহবান জানান বক্তারা।

শোক সভা শেষে প্রয়াত সাংবাদিক এএসএম জুলফিকুর রহমানের আত্মার মাগফেতার কামনা করে মোনাজাত করা হয়। এরপর তার স্ত্রী ঝর্ণা রহমানের হাতে জামালপুর জেলা প্রেসক্লাব কল্যাণ তহবিলের এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় তার দুই ছেলেসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাইটিভি ও ইত্তেফাকের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি জুলফিকুর রহমান গত ১৪ ফেব্রুয়ারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *