
আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিবেদক :
জামালপুরের মেলান্দহ উপজেলায় চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলা হল রুমে মাসিক আইনশৃঙ্খলা সভা শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদেরকে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান।
জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।