
- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।
এ সময় পুলিশ সুপার ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।