
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবনের প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সব সময় বই কিনবেন, পড়ুন আর না পড়ুন। বই পড়া হচ্ছে একটা জার্নি। আপনি একইসঙ্গে সব দেশে, সব ধর্মে, সব বর্ণে, সব বয়সে ঢুকতে পারবেন, শুধুমাত্র বই পড়ে। তাই আমি বলব, বই হোক আপনার আমৃত্যু সঙ্গী।’
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছয় দিনব্যাপী এভ বইমেলার আয়োজন করা হয়েছে।
এ বই মেলার প্রধান অতিথি উপস্থিত ছিলেন – চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন
এ বইমেলার সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন – জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘বই প্রথমত পড়ার জন্য কিনবেন। যদি পড়তে না চান তাও বই কিনবেন। বইটি নিয়ে যদি বাসায় রাখুন, বাসায় যারা দেখতে আসে, তারা অন্তত বলবে রুচিমানের মানুষ এখানে থাকে। যদি আপনার বাসায় কেউ না আসে, তবুও আপনি বই কিনবেন।’