পিরোজপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই : গ্রেপ্তার -২

মনিরুজ্জামান মাসুম সেখ,পিরোজপুর:

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে আসামি ছি’নতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া মজনু নায়েব (২৫) ও নাঈম নায়েব (২৩) উপজেলার বালিপাড়া ইউনিয়নের আঃ ছত্তার নায়েব এর পুত্র। জানা গেছে, বিস্ফো’রক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশের কাছে এই সংবাদ পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সামাজিক অনুষ্ঠানের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা হেলাল খানের গ্রেপ্তারের খবর শুনে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং জোরপূর্বক হেলাল খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে। তবে, স্থানীয়রা জানান যে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন, বরং তারা বাড়ির অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হেলাল খান আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় জনতা পুলিশের উপর হামলা করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *