
এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ( জামালপুর)
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সারাদেশ অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মাঠ প্রাঙ্গণে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে অংশগ্রহণ করেন, দেওয়ানগঞ্জ এ কে এম কলেজ, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা।
এ সময় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ সোহেল রানা,
আশিকুর রহমান, সুজন ও মেঘলা, নাগরিক কমিটির প্রতিনিধি জয়নাল আবেদীন, ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জহুরুল হক সহ অনেকেই।
এ সময় বক্তারা, সারা দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের তীব্র নিন্দা জানা তারা।