
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে প্রধান শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বৃদ্ধির দিকেও নজর দেওয়া প্রয়োজন।’
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘রায়পুর উপজেলায় ১’শ ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষকদেরও আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।’
রায়পুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ প্রমুখ।