
মনিরুজ্জামান মাসুম সেখ,পিরোজপুর:
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পিরোজপুর জুনিয়র ফুটবল একাডেমি। এ উপলক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রয়োজনীয়তা এবং মোবাইল আসক্তির নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সভায় একাডেমির পরিচালক জামান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোবাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পারভীন আক্তার ও একাডেমির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ। আলোচনায় একাডেমির অন্যান্য সদস্য, ক্ষুদে ফুটবলার এবং তাদের অভিভাবকরাও অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ ও সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ফুটবলের মৌলিক কৌশল শেখানো ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে। অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মোবাইল গেম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন। বক্তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলীয় চেতনা ও সুস্থতার বিকাশ ঘটানোর পাশাপাশি নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।