
মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি শরীয়তপুর
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাজিরা উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোমান বাদশা, উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাবিদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার শুরুতে শহীদ সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ সেনাদের আত্মত্যাগের মহিমা তুলে ধরে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।