“নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার

আল আমিন হোসেন, রাজশাহী:

স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবেনা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ সব কথা বলেন তিনি।

প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজে ৪০তম ব্যাচের ৫৭ জন এবং ৩৮তম বিসিএস পুলিশের ৩ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই ও আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ প্রদান করেন। নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার জন্য বলেন। নবীন কর্মকর্তাদের নিকট সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিবাদন গ্রহনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন, আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঞা। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় রুহুল আমিন লাবু এবং এম. সায়েলিনকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্যারেড অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়ার ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত আইজপি আবু নাছের মোহাম্মদ খালেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এই ব্যাচের ৬৬ জন প্রশিক্ষনার্থী ছিলেন। তাদের চার মাস আগে প্রশিক্ষণ শেষ হয়েছে। কিন্তু নানা জটিলতায় আটকে যায় সমাপনি কুচকাওয়াজ। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারকে অব্যহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *