সাতক্ষীরা ‌একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্রশ্রদ্ধা


সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:

ভাষা শহিদদের প্রতি বিনম্রশ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে একুশের প্রথম প্রহর। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার।বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন শোক র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি। রাত ১২টা ১মিনিট। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্রমুখ। এর পরেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি, মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা সমাজ সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, সড়ক বিভাগ, পিএন বিয়াম ল্যাটারী স্কুল, ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা পৌর শ্রমিক দল, সদর থানা যুবদল, এলজিইডি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল, জেলা পূজা উদযাপন কমিটি, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, সামাজিক বনায়ন কেন্দ্র, সাতক্ষীরা প্রেসক্লাব, জাসাস, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক হৃদয় বার্তা, দ্য এডিটরস্, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-সাতক্ষীরা (বিআরডিবি), সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা, চেম্বার অব কমাস, রেড ক্রিসেন্ট সোসাইটি-সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, ছফুরননেছা মহিলা কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নবজীবন ইনস্টিটিউট, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা জেলা স্কাউটস্, সদর উপজেলা শিক্ষক সমিতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা শিশু একাডেমি, সাতক্ষীরা ল কলেজ, জেলা মিনিবাস মালিক সমিতি, ফানুষ নাট্যদল, জুয়েলার্স সমিতি, জেলা ট্রাক-ট্রাংক লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, সুন্দরবন টেক্সটাইল মিলস্, জেলা ইট-ভাটা শ্রমিক ইউনিয়ন, জেলা শিল্পকলা একাডেমী, আহ্ছানিয়া মিশন আলিম মাদ্রাসা, বাংলাদেশ দলিত পরিষদ, সুলতানপুর ক্লাব, আজাদী সংঘ, ইয়াং সুলতানপুর ক্লাব, স্বদেশ, বরসা, নবজীবন, এডাব, হিউম্যান রাইটস্ ডিসেন্ডার ফ্রোস, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন, বারসিক, রোটারি ক্লাব, জেলা ফুটবল এ্যাসোসিশেন, জেলা ক্রীড়া সংস্থা, ডেকরোটর মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বাহান্নর ভাষা শহিদদের স্মরণ করেন।মহান একুশে পালন উপলক্ষে পুলিশ, আনসার, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জনসাধারণের নিরাপত্তায় এবং সুশৃংখল পরিবেশে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণে দায়িত্ব পালন করতে দেখা যায়।এদিকে জেলার তালা, কলারোয়া, সদর, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে অনুরূপভাবে ভাষা শহিদদের স্মরণে অনুরূপভাবে নিবেদন করা বিন¤্র শ্রদ্ধা। এছাড়া বিভিন্ন ক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পালন করা একুশের প্রথম প্রহর। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরি ও শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বইমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *