শহীদ মিনার নেই দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি


মহান স্বাধীনতা আন্দোলনের সূচনাবিন্দু রাষ্ট্রভাষা আন্দোলন। তখনই শুরু হয় বাঙালির আত্মপরিচয়ের সন্ধানকাল। মানুষ ৭২ বছর ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসলেও থেমে থাকেনি শহীদ মিনার নিয়ে নানা অপপ্রচার ও অবহেলা। দেশের অধিকাংশ মাদরাসাসহ বহু স্কুল-কলেজে নেই শহীদ মিনার। থাকলেও রয়েছে অযত্নে-অবহেলায়। ফেব্রুয়ারি আসলে শহীদ মিনার ধোয়ামোছার কাজ চলে আর অন্য সময় থাকে অরক্ষিত, কোথাও কোথাও বসে মাদকসেবীদের আড্ডা। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব পর্যন্তও শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলিকে অনৈসলামিক বলে অভিহিত করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যতিক্রম শুধু রাজশাহীর দুর্গাপুর। প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়ার আদমদীঘি উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও সেখানে অযত্নে-অবহেলায় লতাগাছ জন্ম নিয়েছে। চারপাশে ফেলা হচ্ছে আবর্জনা। কেউ দেয়াল ঘেঁষে প্রস্রাব করছে। শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস আ্যন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট করে। ওই রিটের শুনানি শেষে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্টের এক আদেশে শহীদ মিনারের পাশে গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠা এবং জাদুঘরে ভাষা আন্দোলনের ইতিহাসসৃদ্ধ তথ্যপঞ্জিকা রাখা, ভাষা সংগ্রামীদের প্রকৃত তালিকা তৈরি ও প্রকাশ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণসহ আটটি নির্দেশনা দেওয়া হয়। কিন্তু হাইকোর্টের আদেশ সেখানে মানা হচ্ছে না।
এদিকে, ১৯৮৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণের জন্য শিক্ষার্থীরা উপাচার্য বরাবর আবেদন করে। এর জবাবে উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ মিনার নির্মাণ ও ফুল দেওয়ার নামে কোনো অনৈসলামিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। শহীদ মিনার নির্মাণের নামে যারা বিশ্ববিদ্যালয়ে মূর্তি পূজা করবে তাদের হতে হবে বহিষ্কার। উপাচার্যের এ ঘোষণাকে উপেক্ষা করে ক্যাম্পাসে শহীদ মিনার নির্মাণ করায় অনেক শিক্ষার্থী বহিষ্কার হয়েছিল। মিথ্যা মামলায় বছরের পর বছর হয়রানি হয়েছিল।
জানা যায়, ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন শহীদ মিনার নির্মাণের পর থেকে সেখানে ব্যাপক পরিসরে মাতৃভাষা দিবস উদযাপন হয়ে আসছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং বর্তমান ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, ভাষা শহীদদের স্মরণে আমরা যারা ফুল দিতে যেতাম তখন ক্যাম্পাসের শিবিরের সদস্যরা ‘আজকের এই দিনে গোলাম তোমায় মনে পড়ে’ এরকম স্লোগানে কুখ্যাত রাজাকারদের নাম মুখে নিয়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করত। এসব দেখে আমরা বিস্মিত হতাম। ফুল দিতে গেলেই গুলির শব্দ হতো, ককটেলের শব্দ হতো। জীবনের শঙ্কা নিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনার হিসেবে এটি আমাদের ত্যাগ তিতিক্ষার বহনকারী। এর সংস্কার করে স্মৃতিবিজড়িত হিসেবে রাখা উচিত।
অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৮টি এবতেদায়ী ও দাখিল মাদরাসার একটিতেও নেই শহীদ মিনার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের বরাদ্দ না থাকায় সরকারিভাবে কোনো শহীদ মিনার স্থাপন করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের তালিকা প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. বেলাল উদ্দিন বলেন, অর্থবরাদ্দ না থাকায় সরকারিভাবে উপজেলার মাদরাসাগুলোতে এখন পর্যন্ত শহীদ মিনার স্থাপন করা হয়নি। তবে মাদরাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে খুব শিগগিরই শহীদ মিনার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
উপজেলা প্রবীণ শিক্ষক মো. আতিউল ইসলাম আক্ষেপ করে বলেন, সরকার প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। অথচ যুগের পর যুগ পেরিয়ে গেলেও ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে শহীদ মিনার স্থাপনের বিষয়টি কেন যেন আমলেই নিচ্ছে না।
এছাড়া নিজ প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৮৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারবে না। উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসার সংখ্যা ২০৩টি। এর মধ্যে শহীদ মিনার আছে মাত্র ৩২টি প্রতিষ্ঠানের।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুসারে, পাথরঘাটায় ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৩টিতে আছে স্থায়ী শহীদ মিনার। ২৯টি মাধ্যমিক স্কুল, ১৮টি মাদরাসা ও ৭টি কলেজের মধ্যে শহীদ মিনার আছে ২৯টিতে।
অন্যদিকে, রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত উপজেলার ৮৩ টি প্রাথমিক বিদ্যালয় এর ১৫ হাজার কোমলমতি শিক্ষার্থী। নিজ বিদ্যালয়ে নিজস্ব শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে অনেক খুশি ও আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
রাজশাহীর দুর্গাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, সব বিদ্যালয়ে আগে শহীদ মিনার ছিল না। তবে সম্প্রতি উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ নির্মাণ সম্পন্ন হওয়ায় সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।
উপজেলায় শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের পরিকল্পনায় সব স্কুলে শহীদ মিনার তৈরির কাজ শুরু হয়। স্কুলের নিজস্ব তহবিল থেকে ৮৩টি স্কুলে নান্দনিক শহিদ মিনার তৈরি উদ্যোগ নেন তিনি। তিন বছরে ক্রমান্বয়ে গড়ে তোলা হয়েছে সব বিদ্যালয়ে শহীদ মিনার। প্রতিটি স্কুলের শহীদ তৈরিতে খরচ হয়েছে ৫০ থেকে ৭০ হাজারের মধ্যে।
উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম জানান, বিদ্যালয়ে শহীদ মিনার হওয়ায়, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি। তিনি বলেন, তৎকালীন শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরির উদ্যোগ নেন।
দুর্গাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত লায়লা আনজুমান্দ বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। উপজেলার সব বিদ্যালয়ে এখন শহীদ মিনার। প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব ফান্ড (তহবিল) থেকে শহীদ মিনার তৈরি হয়েছে।
অন্যদিকে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৯১টি সরকারি প্রাথমিক, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি কলেজ ও ৩৬টি মাদরাসা আছে। এছাড়া রয়েছে ২০টি কিন্ডারগার্টেন ও ২টি এনজিও বিদ্যালয়। এর মধ্যে ১৫ থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়।
একইভাবে দরগাপুর এনডিএস ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী জাবির হোসেন জানায়, তাদের মাদরাসা আঙিনায় শহীদ মিনার নেই। তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি বলেন, শ্যামনগর উপজেলায় ১৫ থেকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া বাকি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
১৯৭০ সালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মিত হয় এলাকার প্রথম শহীদ। শহীদ মিনারটির নির্মাণের প্রতিষ্ঠাতা সদস্য আলী কাইয়ুম হায়দার জানান, মরহুম আলী রেজা হায়দারে নেতৃত্বে ৬০-এর দশকের গোড়ার দিকে ‘হায়দারপুর ছাত্র সমাজ’ নামে এক সংগঠনের উদ্যোগেই শহীদ মিনারটি নির্মিত হয়। সংগঠনটির উদ্যোগে নজরুল রবীন্দ্র জয়ন্তীসহ নানা অনুষ্ঠান পালন করা হতো। তিনি বলেন, হারমোনিয়াম, ডুগি, তবলা দিয়ে হাটে-বাজারে গিয়ে দেশাত্মবোধক গান গেয়ে, কুপন তৈরি করে টাকা সংগ্রহ করতাম। দুই আনা, চার আনা, আট আনা, সর্বোচ্চ এক টাকা পর্যন্ত পাওয়া যেত। এভাবেই টাকা সংগ্রহ করে শহীদ মিনারটি তৈরি করা হয়। তখনকার উদ্যোগী তরুণদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার, আলী আকবার হায়দার, নজরুল ইসলাম, সেকেন্দার আলী, ইমাম হোসেন, আলী আশরাফ সরকার মিন্টু, নূর হোসেন, নূর মোহাম্মাদ, আলী মাসুদ হায়দার, আলী কাইয়ুম হায়দার, জহুরুল ইসলাম লাবু, নূরি ইসলাম বুলবুল, ছাইদুল ইসলাম, গোলবার হোসেন মন্ডল প্রমুখ। শহীদ মিনারটি ২০১৮-১৯ অর্থ বছরে স্কুল ভবন নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *