বাগেরহাটে ইয়ামাহা শোরুম এর সার্ভিসিং সেন্টার রি-ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বৃহৎ পরিসরে ইয়ামাহা বাইকারদের  সার্ভিসিং সেবা দিতে বাগেরহাটের ইয়ামাহা শোরুম এর রি-ওপেনিং সেরিমনি উদযাপন হয়েছে।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে জেলা শহরের রনবিজয়পুর এলাকার খানকা শরীফ সংলগ্ন এসি আই মোটরস অনুমোদিত শোরুম আয়ান মোটরস এর রি ওপেনিং সেরিমনিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন আইয়ান মোটরস এর স্বত্তাধিকারী আলহাজ্ব জহিরুল ইসলাম। 

বাগেরহাট ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ,স্হানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ,বাগেরহাট ট্রাফিক পুলিশ এর প্রতিনিধি,ইয়ামাহা রাইডার্স ক্লাব এর সদস্যগন, এসি আই মোটরস এর টেরিটরি ম্যানেজার মামুন আলী শেখ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি,ইয়ামাহা বাইকার ও ইউজার ,স্হানীয় বিভিন্ন সার্ভিস সেন্টারের মেকানিকগন এই রি ওপেনিং সেরিমনিতে উপস্হিত ছিলেন। 

২০২০ সালে প্রতিষ্ঠিত এসি আই মোটরস এর ইয়ামাহার অনুমোদিত পরিবেশক আইয়ান মোটরস ইতোমধ্যে বাগেরহাট সহ আশেপাশের জেলাগুলির বাইকারদের মধ্যেও আস্হার প্রতীক হিসেবে ব্যপক সাড়া ফেলেছে।

তারই ধারাবাহিকতায় সর্বোচ্চ সেবা নিশ্চিন্তে ৬ টি র‌্যাম্প সমৃদ্ধ বিশাল পরিসরের সার্ভিসিং সেন্টার এর শুভ উদ্বোধন হলো আজ।

এ উপলক্ষে আগামী ২২,২৩,২৪ ফেব্রুয়ারী এখানে সকল ইয়ামাহা বাইকার ও ইউজারদের জন্য ফ্রি সার্ভিসিং সেবা চালু থাকবে।

 এছাড়াও আয়ান মোটরস এ পুরোনো যেকোনো বাইক বদলে নতুন বাইক নেওয়ার একচেঞ্জ অফার আগে থেকেই চালু রয়েছে।

আগামীতে ইয়ামাহা বাইক ইউজারদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আয়ান মোটরস নিরলসভাবে কাজ করে যাবে বলে জানিয়েছেন এসিআই মোটরস অনুমোদিত ইয়ামাহা বাইক এর শোরুম আয়ান মোটরস এর কর্নধার আলহাজ জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *