ঈদগাঁওতে অর্ধশত গ্রাম পুলিশ সদস্য বেতন- ভাতা বঞ্চিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রায় অর্ধশত গ্রাম পুলিশ পরিবার মানবেতর জীবন যাপন করছেন। গত অক্টোবর থেকে এ পর্যন্ত তারা বেতন- ভাতা পাননি। নিয়ম মতে তিন মাস পর পর বেতন দেয়ার কথা থাকলেও চলতি মাসসহ পাঁচ বেতন পাচ্ছেন না এসব গ্রাম পুলিশ সদস্য। বেতন- ভাতা বঞ্চিতদের মধ্যে রয়েছেন উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচজন দফাদার এবং ৪০ জন গ্রাম পুলিশ। গ্রাম পুলিশরা মহল্লাদার নামে পরিচিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের থোক বরাদ্দ থেকে এসব গ্রাম পুলিশ সদস্যদের বেতন- ভাতা প্রদান করে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন বেতন- ভাতা না পাওয়ায় হাহাকার চলছে এসব পরিবারে। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা জানান, গত অক্টোবর-২৪ থেকে তারা বেতন- ভাতা থেকে বঞ্চিত। তিন মাস অন্তর বেতন পাওয়ার কথা থাকলেও তারা বেতন পাচ্ছেন না। এতে সংসার চালাতে তাদের দারুন হিমশিম খেতে হচ্ছে। তারা ঠিকমত ছেলে- মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না। জরুরী ওষুধপথ্যও কিনতে ব্যর্থ হচ্ছেন। সংসারের নিত্য নৈমিত্তিক খরচ মেটাতে তাদের দারুণ কষ্ট হচ্ছে। এদের মধ্যে যারা একেবারেই অসচ্ছল তাদের অবস্থা আরো খারাপ। দৈনন্দিন পকেট খরচের টাকাও তাদের হাতে নেই। 

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও উপজেলায় দায়িত্বরত চৌকিদার/ মহল্লাদারদের সাথে কথা বলে জানা গেছে, তাদেরকে নিয়োগকৃত ইউনিয়নে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে হয়। জন্ম ও মৃত্যু নিবন্ধন, পলাতক আসামি আটক, ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা তদারক, রাত্রিকালীন অপরিচিত লোকদের গতিবিধি পর্যবেক্ষণ, পুলিশের ওয়ারেন্ট তা’মিলে সহায়তা করাসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাদের দায়িত্বের অন্যতম হচ্ছে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের নিকট নির্ধারিত দিনে হাজিরা দেয়া।

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সভাপতি দফাদার নূর মোহাম্মদ জানান, পোকখালী এবং ইসলামাবাদ ইউনিয়নে কর্মরত দুইজন গ্রাম পুলিশ সদস্য মারা গেছেন। এছাড়া ইসলামাবাদ ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের এক সদস্য সৌদিয়ায় চলে যান। বর্তমানে এ উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৫ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। পোকখালী এবং ইসলামাবাদ ইউনিয়নে গ্রাম পুলিশের তিনটি শূন্য পদে নতুনভাবে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, একজন দফাদার মাসে সাত হাজার টাকা এবং একজন গ্রাম পুলিশ সদস্য মাসিক সাড়ে ছয় হাজার টাকা বেতন পান।

তার দেয়া তথ্য মতে, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর ঈদগাঁওতে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেতন-ভাতার বিষয়ে ঈদগাঁও উপজেলা প্রশাসনের গোপনীয় সহকারী রুবেল বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আগামী সপ্তাহের ভেতর গ্রাম পুলিশ সদস্যদের বেতন- ভাতা পরিশোধের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *