হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী অধরা দেলুর খুঁটির জোর কোথায়?

  • স্টাফ রিপোর্টার ঃ 

আজিমেরী ওসমানের হুন্ডা বাহিনীর সদস্য ভাড়াটে কিলার অস্ত্র, ডাকাতি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন দেলু দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এখন প্রকাশ্যে তরুন দলের ছত্রছায়ায় রাজনীতিতে যোগদান করেছে। অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী দেলু স্থানীয় বিএনপির দুই একজন নেতার আশীর্বাদে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে। পুলিশ প্রশাসনের খাতায় দেলু পলাতক থাকলেও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই তাকে দেখা যাচ্ছে হুন্ডার মহড়ায় গুন্ডার ভুমিকায়।

জানা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামী এবং পুলিশ ও র‌্যাবের হাতে মাদক ও অস্ত্রসহ আটককৃত দেলোয়ার হোসেন দেলু বিগত আওয়ামী সরকারের আমলে খুন খারাবি রাহাজানি সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। ডেভিল দেলুকে গোদনাইল ৮নং ওয়ার্ড বিএনপির একাংশের সভাপতি ডিএইচ বাবুল নিজের স্বার্থ সিদ্ধি এবং নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় অপরকে হেনস্থা করার জন্য সন্ত্রাসী দেলুকে ব্যবহারের লক্ষে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে যুক্ত করে দিচ্ছে। সম্প্রতি অর্থের বিনিময়ে তরুন দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ বাগিয়ে আনলে প্রচার হওয়ার সাথে সাথে বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে দেলুর আসল চরিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দেয় গত বছরের ২২ ডিসেম্বর। বিলুপ্ত করার পর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরই মধ্যে শীর্ষ গডফাদার আজমিরী ওসমান ও গণহত্যাকারী শামিম ওসমানকে পল্টি মেরে উল্টো তাদের উপর দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজার চেষ্টা চালায়। কিন্তু ৪ ও ৫ই আগষ্ট ওসমানদের সাথে সরাসরি ফায়ারিংয়ে অংশগ্রহণ করে দেলু। পরবর্তীতে সুচতুর দেলু তরুন দলের তদন্ত কমিটিকে কয়েক লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে আবারও ২৯ ডিসেম্বর পদ ফিরে পায়। বিশেষ করে তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম সাইফুল আলম সরকার অর্থের বিনিময়ে অপরাধী দেলুকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে মহানগর তরুন দলের সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন দেলু নিজের অবস্থান পাকাপোক্ত করে নেয়। আর বিএনপির কয়েকজন গুটিবাজ নেতাকে উৎকোচ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়। আর বিভিন্ন অনুষ্ঠানে মাদক ও অস্ত্রের ব্যবসায়ী দেলুকে মাইকে ঘোষণা দিয়ে সম্মানীত করার চেষ্টা করে মাথামোটা ডেস্কি বাবুল। যদিও দেলু আর বাবুলের মধ্যে সেই আওয়ামী প্রীতি মনোভাব এখনো রয়ে গেছে। এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এবং আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ভুমিদস্যু ও সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দাতা হিসেবে বাবুলের নাম শীর্ষে রয়েছে। যার কারণে অনেক স্বৈরাচারি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মামলা হয়নি এখনো। বাবুল এখন এক আতংকের নাম। প্রকাশ্যেই এলাকার বিভিন্ন মুরুব্বিদের আজেবাজে এবং বিশ্রী ভাষায় অশ্লীল শব্দ ব্যবহার করে গালাগালি করতে থাকে। এলাকাবাসী জানায় গিরিঙ্গীবাজ বাবুলের কথায় এখন আর কেউ সাড়া দেয় না তার ডাকেও কেউ যায় না। কারণ সে এলাকার চোর, ডাকাত, বদমাইশ ও অসামাজিক কার্যকলাপের অপরাধীদের নিয়েই অপরাজনীতি শুরু করে দিয়েছে। বিএনপির হাই কমান্ডে ডিএইচ বাবুলের যত আকাম কুকাম আছে এবং যাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেই সমস্ত রিপোর্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও কেন্দ্রে জমা পড়েছে বলে জানা গেছে। বর্তমানে গোদনাইলবাসী শংকিত ও আতংকিত রয়েছে শীর্ষ সন্ত্রাসী এবং পুলিশের তালিকাভুক্ত আসামী দেলোয়ার হোসেন দেলুকে নিয়ে। ডেভিল হান্টের অভিযানসহ সর্বস্তরের প্রশাসনের অভিযান চালিয়ে দেলু সহ তার বাহিনীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *