টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় কালিগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

  • সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

টিকটক ভিডিও তৈরী করতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামে এক যুবতী গৃহবধূ ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে।

নিহত রাবেয়া খাতুন দুদলী গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, গত বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে স্বামী সাইদুলের সাথে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের রুমে যেয়ে দরজা আটকিয়ে দেয় রাবেয়া। কিছুক্ষণ পর সাইদুল জানালা দিয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে থানায় অবগত করলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জানান ওই ইউপি সদস্য।

ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রাবেয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *